নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ইসাবেলা ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান কবির বিন আনোয়ারকে স্মারক প্রদান করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার সকালে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পক্ষ থেকে পদ্মা-গড়াই মোহনায় প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় “সম্মাননা” স্মারক (ক্রেস্ট) তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম বিবিসিএফ এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ। এসময় শাহাবউদ্দিন মিলন বলেন, দেশ আমার মায়ের মত, কেউ যদি আমার দেশের জন্য ভালো কিছু করেন তাহলে মনে হয় তার জন্য জীবন দিতেও দ্বিধা করি না। আমরা এমনই একজন দেশ ও প্রকৃতি প্রেমিক মানুষকে কাছে পেয়েছি যিনি টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত যত নদ নদী রয়েছে। সেসব নদনদী ও জীববৈচিত্র রক্ষায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যাচ্ছেন, তাকে কাছে পেয়ে আমরা ধন্য আমরা গর্বিত। আজ তার ভালোবাসায় আমাদের কুষ্টিয়া আরো উন্নয়নের ছোঁয়া পেয়েছে,তারই ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও ইসাবেলা ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষটি জনাব কবির বিন আনোয়ার (অপু ভাই) শুক্রবার গড়াই পরিদর্শন বাংলো’র শুভ উদ্বোধন করেন। সেই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২২ এর শুভ করেম এবং শতাধিক বৃক্ষরোপণ, পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও সেই সাথে নদী পাড়ে বসবাস কৃত মানুষের , জীববৈচিত্র্যের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। এ যেন তার নিজেরই এলাকা। নৌকায় বসেই বিরল প্রজাতির পাখির ছবিও তোলেন তিনি। জীববৈচিত্র্য ও নদ-নদী রক্ষায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার অন্যতম জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য” কুষ্টিয়ার পক্ষ থেকে সম্মানিত সচিব মহোদয়’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এমন গুণী মানুষকে সম্মাননা দিতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত হয়েছি। আমাদের দেশে তার মত সূর্য সন্তান আরো অনেক গুণী মানুষ জন্ম হওয়ার প্রয়োজন। উল্লেখ্য, শুক্রবার বেলা ১২ টার দিকে কবির বিন আনোয়ার গড়াই পরিদর্শন বাংলো’র শুভ উদ্বোধন করেন। সেই সাথে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি -২০২২ এর শুভ করেন এবং পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও সেই সাথে নদী পাড়ে বসবাস কৃত মানুষের , জীববৈচিত্র্যের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন এবং নদী ভাঙন রোধে করণীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
দৈনিক দেশতথ্য//এল//