Print Date & Time : 13 July 2025 Sunday 4:43 am

প্রকৌশলী মিজানুরের মৃত্যুতে এসএসসি ব্যাচ ২০০৯-এর দোয়া

নিজস্ব প্রতিনিধি: স্মৃতিময় স্কুল জীবনের বন্ধু, প্রকৌশলী মো. মিজানুর রহমান (৩৫)–এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর মাঝে। তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের খলিশাদহ গ্রামের বাসিন্দা, পিতা শামসুদ্দিন শেখও মাতা মলিদা বেগমের একমাত্র সন্তান ছিলেন মিজান।

তিনি “সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়”–এর এসএসসি ব্যাচ ২০০৯-এর একজন মেধাবী ও প্রিয় ছাত্র ছিলেন।

গত মঙ্গবার (০১ জুলাই) যশোর শহরের সার্কিট হাউস–সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত হন আরও দুইজন—প্রকৌশলী আজিজুর রহমান (৩৫) এবং নির্মাণশ্রমিক মো. নুরু (৩০)। নির্মাণাধীন ভবনটি নির্মাণ করছিল ‘বিল্ডিং ফর ফিউচার’ নামক একটি ডেভেলপার প্রতিষ্ঠান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাততলা ভবনের ছয়তলায় দাঁড়িয়ে কাজ করছিলেন প্রকৌশলী ও শ্রমিকেরা। হঠাৎ করে বেলকনির বারান্দাটি ভেঙে তারা নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ভবনটি পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছিল। দীর্ঘ তিন বছর ধরে নির্মাণ চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান জানান, অনুমোদন ও শর্ত লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর আজ শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় তার নিজ এলাকা খলিশাদহ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন এসএসসি ২০০৯ ব্যাচের সহপাঠীরা।

বন্ধুরা বলেন, মিজান শুধু একজন বন্ধু ছিল না, সে ছিল আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। আজ সে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকবে।