Print Date & Time : 27 July 2025 Sunday 1:18 am

প্রকৌশলী যখন ঠিকাদার!

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোলের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিজের পছন্দের লেবার দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, গাংনী পৌরসভায় তিনটি পাবলিক ওয়াশরুম নির্মাণে ১ কোটি ৩ লাখ টাকা, চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু এসব প্রকল্পের কাজ অসম্পূর্ণ এবং মানহীন সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মাহফুজুর রহমান নিজেই লেবার নিয়োগ করে কাজ করাচ্ছেন, যা নিয়মবহির্ভূত। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়, আর ঘুষ না দিলে তাদের নানা হয়রানির শিকার হতে হয়।

এক ঠিকাদার জানান, “ঘুষ বন্ধ হলে আমরা ভালো সামগ্রী দিয়ে কাজ করব।” অন্যদিকে, ঠিকাদার আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা উন্নত মানের সামগ্রী ব্যবহার করছি।”

এ বিষয়ে মাহফুজুর রহমান জানান, চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের ১০০ ভাগ সঠিক হচ্ছে বলে দাবি করেন এই কর্মকর্তা। তবে নিজে কাজ করানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। কাজে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়রা বলছেন, এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মেহেরপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোসলে উদ্দিন আহমেদ জানান, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা কর্মকর্তা ।