নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, প্রখ্যাত গীতিকার, কবি কে জি মোস্তফা আর নেই। গতকাল ৮মে রোববার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আজিমপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
কে জি মোস্তফা ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে দৈনিক ইত্তেহাদে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দৈনিক মজলুম, দৈনিক গণকণ্ঠ, দৈনিক স্বদেশসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে : কাছে থাকো ছুঁয়ে থাকো, উড়ন্ত রুমাল, চক্ষুহীন প্রজাপতি, সাতনরী প্রাণ, আয়নাতে ঐ মুখ দেখবে যখন, এক মুঠো ভালোবাসা, মন চায় উড়ে যেতে, শিশু তুমি যিশু, কন্যা তুমি অনন্যা ইত্যাদি।
মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে প্রবীণ ক্লাব সদস্য কে জি মোস্তফা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল/