Print Date & Time : 20 July 2025 Sunday 12:01 am

ভাইয়ের পক্ষে প্রচারণায় নামায় ইউপি সদস্যের জেল

নির্বাচন চলাকালীন সময়ে ভাইয়ের পক্ষে প্রচারণা করতে নামায় গাংনীর ধানখোলা ইউনিয়নের ইউপি সদস্য সুফিয়া খাতুন কে কারাদণ্ড দিয়েছে ভ্র্যামমান আদালত।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করে।

পরে তাকে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের এর কাছে সোপর্দ করেন। পরে ভ্রম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভোট কেন্দ্রে প্রায় আধা ঘন্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুল ইসলামের পক্ষে প্রচারণার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দৈনিক দেশতথ্য//এল//