সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- প্রতাপনগর গ্রামের আলমগীর হাওলাদারের মেয়ে আনিকা (৪) ও একই এলাকার অহিদুজ্জামান হাওলাদারের মেয়ে জান্নাত (৫)।
আনিকার মামা মো. আসমত উল্লাহ জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সুযোগে দু’জন পাশের পুকুরের পাশে খেলছিল। কিছু সময় পরে জান্নাতের চাচা সাহেব আলী বাড়িতে ফেরার পথে আনিকাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে।
এ সময় দ্রুত সেখানে নেমে তাকে উদ্ধার করতে গিয়ে ডুবন্ত অবস্থায় জান্নাতকে পান। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিরুজ্জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের অনুমতিতে স্বজনরা তাদের মরদেহ নিয়ে গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Discussion about this post