কুষ্টিয়ার “প্রতিদিন একটি সিগারেট কম খেয়ে ক্ষুধার্তকে আহার প্রদান” কর্মসূচীর উদ্বোধন করেন পোড়াদহ রেলওয়ে থানার ওসি ব মো: মনজের আলী।
গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে সাফ‘র আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক, শামীম মটরস‘র মালিক শামীম আহাম্মেদ, গৃহশয্যার মালিক নাজির উদ্দীন প্রমুখ।
মীর আব্দুর রাজ্জাক বলেন, ধূমপায়ীগণ যদি মনে করেন নিজের একটি ক্ষতিকর অভ্যাসকে কমানোর মাধ্যমে অন্নহীন ব্যক্তিদের একবেলা আহার করানোর অভ্যাস করবো, ক্ষুধার্তকে খাওয়ানোর ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফুটাবো তা সম্ভব। ষ্টেশন, টার্মিনাল ও ভবঘুরে-পাগল পথিকদের নিজ হাতে খাওয়ানোর অভ্যাসের মাধ্যমে নিজের ক্ষতিকর বদাভ্যাসটিও একসময় ত্যাগ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
দৈনিক দেশতথ্য//এল//