Print Date & Time : 3 July 2025 Thursday 9:18 am

প্রতিদিন শতাধীক মানুষের ইফতার দিচ্ছেন কুষ্টিয়ার আবু হাসান লিটন

প্রতিদিন শতাধীক মানুষের ইফতার দিচ্ছেন আবু হাসান লিটন
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ও রোটারীয়ান আবু হাসান লিটনের উদ্যোগে পবিত্র রমজান মাসে প্রতিদিন শতাধিক মানুষের ইফতারি বিতরণ করছে। ব্যবসায়ী ও সমাজসেবক এ রাজনীতিবীদ আবু হাসান লিটনের উদ্যোগে এই মহতি কাজে পুরো মাসুজড়ে সম্পন্ন করেছে।
এসময় তিনি বলেন, মানুষের পরম ধর্ম মানব সেবা।আর তাই মানবপ্রেমী হয়ে সমাজের অসহায় ও দু:স্থদের জন্য কাজ করতে আমার ভীষন মন চাই। আমি ব্যাক্তিগত উদ্যোগে সমাজের অসহায় দু:স্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। এরই ধারাবাহিকতায় এই রমজানে প্রতিদিন শহর ও আশপাশে এলাকার শতাধীক মানুষের মাঝে ইফতারী প্যাকেট বিতরণ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমরা যদি ভালো কিছু করতে চাই, মানুষের জন্যে কল্যাণকর কিছু করতে চাই, এরজন্য কেবল সদিচ্ছা এবং মানবিক হলেই কেবল এটি সম্ভব।
সংবাদকর্মী এসএম জামাল বলেন, আমার বিভিন্ন সময়ে এই মহতি কাজের সাথে থাকার সুযোগ হয়েছে।
বিভিন্ন পেশাজীবির মানুষ, শহরের বিভিন্ন এলাকার ছিন্নমূল, অসহায় দরিদ্র মানুষ, এতিমখানা, হাসপাতালে রোগীদের স্বজন ও স্বাস্থ্যকর্মী এবং পথচারীদের মাঝে এসব ইফতার ও খাবার পৌছে দেওয়া হচ্ছে।রোটারিয়ান ও তাঁতীলীগ নেতা আবু হাসান লিটন এই রমজানে প্রতিদিন শতাধীক মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়ে যে মহত্ব সৃষ্টি করলো তা অবশ্যই প্রশংসনীয়।
জামাল, ৩০ এপ্রিল,২০২২