সমাজের বোঝা নয়, স্বাবলম্বী হয়েই বাঁচতে চায় প্রতিবন্ধী বৈশাখী আক্তার হিরা। সে মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার এলাকার হাসান আলীর মেয়ে। অভাব-অনটনের সংসারে ঠিকমতো খাবার জোগানো, পড়াশোনাসহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছে বৈশাখীর পরিবার। এ অবস্থায় দরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ। বৈশাখীর হাতে তুলে দিয়েছে একটি সেলাই মেশিন।
মিরপুর মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। শারিরীক প্রতিবন্ধী হওয়া স্বত্বেও দমে যাননি তিনি। লেখাপড়ার পাশাপাশি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বাঁচার তাগিদে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। অন্যের সেলাই মেশিনের সহায়তায় পোশাক তৈরির কাজ করছেন বাড়ীতেই। আর তার এমন উদ্যোমী হওয়ার কথা শুনে এই সেলাই মেশিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই সেলাই মেশিন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ বেছে নিয়েছেন বৈশাখী।
শুক্রবার বিকেলে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া এলাকায় এক অনুষ্ঠানে সেলাই মেশিন তুলে দেন ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ।
মেশিন হস্তান্তরের সময় কম্পন প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি সোহেল রানা বলেন, ‘ইয়াছিন মাহমুদা পরিষদ সব সময় মানুষের পাশে থাকে।
ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজিব বলেন, ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ সরবরাহ, টিউবওয়েল প্রদান, খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণসহ নানান ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়েছে।
ইয়াসিন-মাহমুদ স্মৃতি যুব পরিষদ মিরপুর উপজেলার আহবায়ক বিপুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুম আলী বিশ্বাস, আবদার আলী, সড়াবাড়িয়া গ্রামের সমাজ প্রধান মহর আলী মন্ডল, মন্ডল পাড়ার সমাজ প্রধান আব্দুল আলিম, মোল্লাপাড়ার সমাজ প্রধান আব্দুল আজিজ মেম্বার, কম্পন প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রিও তুলে দেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ০৭,২০২৩//