Print Date & Time : 2 July 2025 Wednesday 1:35 pm

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্য দিয়ে সম্পদেও রুপান্তরিত করতে হবে। আর এ কাজে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকে। তাহলেই সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারবে প্রতিবন্ধীরা।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসবকথা বলেন।

দিবসটি উপলক্ষে শনিবার (৩ডিসেম্বর) বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। পরে প্রতিবন্ধীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন, ৭ টি হুইল চেয়ার, ৩ টি হেয়ারিং এইড এবং ২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন মন্ত্রী।

দৈনিক দেশতথ্য//এসএইচ//