মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের প্রতিবন্ধী আব্দুল আলীমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনায় দোষি ব্যক্তিকে গ্রেপ্তার ও ক্ষতি পুরুণের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই প্রতিবন্ধীর পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার নারী ও শিশুরাও অংশ গ্রহন করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি প্রতিবন্ধী আব্দুল আলীমসহ এলাকার লোকজন বক্তব্য রাখেন।
বক্তারা আব্দুল আলীমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো ব্যক্তিকে অনতিবিলম্বে গ্রেপ্তার সেই সাথে ক্ষতি পুরুণের দাবি করেন।
প্রসঙ্গতঃ আব্দুল আলীম তার দোকানের মালামাল বাকি দেন গ্রামের সিরাজ ও জাহিদকে। পাওনা টাকা চাওয়ায় বাক বিতন্ডা হয়। ওই রাতেই তারা দোকানে আগুন লাগিয়ে সটকে পড়েন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। দোকানঘর ও মালামালসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ি আব্দুল আলীম।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post