রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি : মোছাঃ আছিয়া বেগম নামের ৫০ বছর এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে খুঁজে ফিরছে তার দুই পুত্র সন্তান। অনুসন্ধানের অংশ হিসেবে তারা বিভিন্ন এলাকায় মায়ের ছবি সম্বলিত লিফলেট প্রচার করছে। কেঁদে কেঁদে সব জায়গায় হন্যে হয়ে খুঁজে ফিরছে। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও তার সন্ধান না পেয়ে দুই পুত্র হতাশ হযে পড়েছে।
মোঃ আছিয়া বেগম জেলার সাপাহার উপজেলাধীন তিলনা চাচাহার গ্রামের মোঃ নুরুল ইসলামের স্ত্রী। ঐ নারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গত ১৬ ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্পতিবার দুপুরে সাপাহার এলাকা থেকে নিখোঁজ হয়। কোথাও খুঁজে না পেয়ে ১৯-০২-২০২৩ তারিখে সাপাহার থানায় একটি মামলা দাযের করেন। মামলা নম্বর ৭৫৮।
থানায় দাযেরকৃত মামলার বিবরণ অনুযাযী বেগমের শারিরীক বিবরণে জানা গেছে তার মুখোমন্ডল গোলাকার, গায়ের রঙ উজ্জল, উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি এবং নাক চ্যাপ্টা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post