ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গতকাল বুধবার সেন্ট স্টিফেন কলেজে ইয়ং লিডার নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রামে স্বাগত বক্তৃতা দিয়েছেন। ওই বক্তৃতায় তিনি বলেছেন, প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না।
এই প্রোগ্রামে অংশ নিয়েছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ২১ শিক্ষার্থী।

বক্তৃতায় হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলো এগিয়ে গেলে ভারতও এগিয়ে যাবে। আমরা দু’টি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি। এর একটি প্রতিবেশী দেশ ও তরুণ প্রজন্ম। আমাদের পরের প্রজন্মের জন্য আরও ভালো ভবিষ্যত নির্মাণই আমাদের লক্ষ্য।’
শ্রিংলা বলেন, ‘যারা আগামীতে নেতৃত্ব দিবে আমরা তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই। কারণ আজকে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা আগামীতে আরও জটিল হতে পারে। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই একে অপরের প্রতিবেশী। আমাদের মধ্যে ভৌগলিক সীমানা রয়েছে।’
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর স্বার্থই সবার আগে। আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কারণ আমরা সবাই পরবর্তী প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। ভারতের সমৃদ্ধি ও উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর সাথেই জড়িয়ে আছে। কারণে প্রতিবেশী দেশ উন্নত না হলে ভারত উন্নত হবে না।’
এবি//দৈনিক দেশতথ্য//২ ফেব্রুয়ারী, ২০২২//

Discussion about this post