রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ায় ভারতের আজমীর শরীফে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সেই সাথে খাজা মঈনুদ্দিন চিশতি (র.) এর দরগাহ শুকরানা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা সকালেই ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ায় খবর পেয়েছি। আর এই খবর পাওয়ার সাথে সাথে মিষ্টি বিতরণ করা হয়েছে। পাশাপাশি খাজা মঈনুদ্দিন চিশতি (র.) এর দরগাহ ফুল ছড়ানো, শুকরানা নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। মেয়র আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে ভারতের আজমীর শরীফে অবস্থান করছেন। আর সেখানেই থাকা অবস্থাতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। আর এই খবরের সাথে সাথেই উপস্থিত সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
এর আগে ৩ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ১৭ জন সঙ্গী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ভারতের আজমীর শরীফের উদ্দেশ্য যাত্রা করেন। আগামী ১৪ আগস্ট তিনি নারায়ণগঞ্জে ফিরবেন।
আর//দৈনিক দেশতথ্য//৯ আগষ্ট-২০২২