আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কিশোরগঞ্জ-২ আসন (কটিয়াদী ও পাকুন্দিয়া) হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।
কিশোরগঞ্জ পাকুন্দিয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত ছিলেন। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট হিসেবে দুইবার দায়িত্ব পালন করনে। গত বছর দক্ষিণ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট ছিলেন। রুপালী ব্যাংক লিমিটেডের দুই মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেন। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০ এর সদস্য হিসেবে ও দায়িত্ব পালন করেন। বর্তমানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের পরামর্শদাতা কমিটির মহাসচিব হিসেবে নিয়োজিত আছেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। এজন্য সরকারী চাকুরি থেকে অবসরের পর আওয়ামী লীগের সকল স্তরের সমর্থক-নেতা কর্মীদের সাথে মিলেমিশে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। জনগণের জীবনমান এবং এলাকার উন্নয়নের গতিকে আরো বেগবান করার লক্ষ্যে সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে একযোগে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “মনোনয়ন পেলেও নৌকা, না পেলেও নৌকা, নৌকার হয়ে কাজ করতে চাই
আর//দৈনিক দেশতত্য//২৩ জুন-২০২২//

Discussion about this post