Print Date & Time : 21 July 2025 Monday 8:55 am

প্রথমবার জুটি বাঁধছেন রণবীর ও শ্রদ্ধা

বিনোদন ডেস্ক:

একজন বলিউডের বিখ্যাত কাপুর বাড়ির সন্তান। নিজেকে যিনি সময়ের অন্যতম সেরা একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলছি রণবীর কাপুরের কথা। অন্যজন শক্তিমান অভিনেতা শক্তি কাপুরের কন্য শ্রদ্ধা। তিনিও এই প্রজন্মের নায়িকা হিসেবে নিজেকে বিকশিত করে চলেছেন।

দুই তারকার মধ্যে বেশ ভালো সম্পর্ক আছে। দুজনের পারিবারিক সম্প্রীতিও দারুণ। তবে দুজন কখনো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। সেটাই হতে যাচ্ছে এবার।

রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর লভ রঞ্জনের আসন্ন একটি সিনেমায় কাজ করবেন। এই প্রথমবারের মতো এ তারকারা জুটি বাধঁবেন। সিনেমার নাম এখনো ঘোষণা করেননি পরিচালক।

জানা গেছে, সিনেমার কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। করোনার কারণে সিনেমার নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। মুক্তির তারিখও একাধিকবার পিছিয়েছে। সিনেমার একটা বড় অংশের শুটিং হয়েছে দিল্লিতে।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, রণবীর কাপুর সিনেমাতে একজন থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছেন।

রণবীর-শ্রদ্ধা জুটির শিরোনামহীন সিনেমাতে ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুরও থাকবেন। রোমান্টিক কমেডি
আমেজের সিনেমাতে রণবীরের বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে বনি ও ডিম্পলকে। ছবিটি ২৩ মার্চ ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত হওয়া গেছে।


দৈনিক দেশতথ্য//এল//