Print Date & Time : 5 May 2025 Monday 3:26 am

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট

কুষ্টিয়ার দৌলতপুরে হোমিও ডাক্তার গ্রেফতার

 কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় হাবিবুর রহমান (৪২) নামে এক হোমিও ডাক্তার গ্রেফতার হয়েছেন। দৌলতপুরের সাবেক এক ছাত্রলীগ নেতা ওই ডাক্তারের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিলে রবিবার রাতে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।.

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়রপুর গ্রামের মহর বিশ্বাসের ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমান তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়।

বিষয়টি নিয়ে দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম সোহাগ হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন। পরে দৌলতপুর থানা পুলিশ হাবিবুর রহমানকে গ্রেফতার গতকাল সোমবার আদালতে সোপর্দ করে।

বাদি তরিকুল ইসলাম সোহাগ জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় আমি লিখিত এজাহার দিয়েছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, থানায় এজাহার হওয়ার পর হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১,২০২৩//