Print Date & Time : 10 May 2025 Saturday 11:32 pm

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন ।

শনিবার বিকাল ৫.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক হামিদ জোয়ার্দার, অন্যান্যদের মধ্যে আব্দুল মজিদ, শামীম, হাসান, রুদ্র, মিফতা, জিল্লু,উজ্জ্বলসহ শতশত নেতাকর্মী। সভায় বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক দেশতথ্য//এল//