সিলেট অফিস:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীশেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করার অভিযোগে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের
করা হয়েছে।
গত ২৬ জুন বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৫ জনকে আসামী করে মামলাটিদায়ের করেন ছাতক উপজেলা আওয়ামী ওলামা লীগের সদস্য সুনামগঞ্জ জেলার ছাতক
উপজেলার গৌরনগর গ্রামের তহুর আলীর পুত্র মো: আবুল বাশার। সাইবার মামলা
নং-১৬৮/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ)শাহাদাৎ হোসেন প্রামানিক মামলাটি আমলে নিয়ে আগামী ২০ আগস্টের মধ্যে তদন্ত
রিপোর্ট দাখিলের জন্য সুনামগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার সিআইডিকেনির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন- সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামেরআব্দুল্লাহ মিয়ার পুত্র, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মার্জান
মিয়া (২৫), বিয়ানীবাজার উপজেলার খশির পুন্্নাগাঁও গ্রামের মৃত ফুশির আলীরছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ নুরুল হক (৩৬), ঢাকার
মোহাম্মদপুর জোহরী মহল্লার ৪২/৪, এ বাবর রোড এর বাসিন্দা মোঃ ওসমান গনির মেয়ে, মোহাম্মদপুর মহিলা দলের নেত্রী, এলবি-২৪ অনলাইন সংবাদ মাধ্যমের
রিপোর্টার ফারিয়া আকতার সুমি (৩৬), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চকবিরাম
গ্রামের দবির মিয়ার ছেলে, মঈনপুর ডিগ্রী কলেজ ছাত্রশিবির শাখার সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ নিশাত (২৫) ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কাবিলপুর গ্রামের উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা মোঃ ছানাওর আলীর ছেলে মোঃ আনছার আলী।
মামলার বাদী মোঃ আবুল বাশার বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। আমি এর প্রতিবাদ করায় তারা আমাকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি। বিশেষ করে
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ৭ জুন পর্যন্ত আসামীরা বিভিন্ন তারিখ ও সময়ে তাদের স্ব স্ব ফেইসবুকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ব্যাঙ্গচিত্র তৈরি করে এবং তার বিরুদ্ধে আপত্তিকর, অসম্মানজনক, কুরুচিপূর্ণ কথাবার্তা প্রকাশ ও প্রচার করেন। আওয়ামীলীগের একজন কর্মী
হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্বক মন্তব্য করায় সিলেট সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করতে বাধ্য হয়েছি ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post