লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট দিয়ে কটুক্তি করায় এক যুবককে কারাদন্ড দিয়েছেন আদালত।
অভিযুক্ত যুবক ফারুক হোসেন (৩৪) কে তিন বছরের কারাদন্ড একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার আসামি ফারুক আদালতে উপস্থিত ছিল না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
দন্ড-প্রাপ্ত ফারুক রামগঞ্জের ৫নং চন্ডিপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে ছবি পোস্ট দিয়ে কটূক্তি করেছেন ফারুক নামের ওই যুবক।
অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক।
মামলা সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ নজরুল ইসলাম (৪৫) বাদী হয়ে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপরই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-
পরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
দৈনিক দেশতথ্য//এইচ//