Print Date & Time : 10 May 2025 Saturday 9:56 pm

প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে মির্জাপুরে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ


মীর আনোয়ার হোসেন টুটুল
রাজশাহীতে বিএনপির এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ হত্যার হুমকি দেওয়ায় আজ সোমবার (২২ মে) টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাতে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এ বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশের এায়াজন করে। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ রোডের আওয়ামীলীগ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।