Print Date & Time : 20 July 2025 Sunday 9:57 am

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ

ছাব্বির হোসেন , কুমারখালী (কুষ্টিয়া): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগ আয়োজনে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা, পৌর কাউন্সিলর এস এম রফিক।

উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিশির আহমেদ নয়নের সঞ্চালনায় এসময় আওয়ামী লীগ, যু্বলীগে, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//