Print Date & Time : 30 July 2025 Wednesday 7:30 am

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার লিপিকে সংবর্ধনা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর বীর মুক্তিযোদ্ধা গাজী মুনসুরের কন্যা ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) ফের প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগ এ সংবর্ধনা প্রদান করেন।

যুব মহিলা লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি শাবানা খান জেসির সভাপতিত্বে অনুুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান তাঁজ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস বক্তব্য রাখেন।

আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে আমাকে পুরনায় অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন আমি কখনোই তাঁর সেই আস্থার অমর্যদা করবো না।

দৈনিক দেশতথ্য//এইচ//