Print Date & Time : 1 July 2025 Tuesday 8:30 pm

প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
জেলার আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরমুক্তিযোদ্ধা সুরুজের ছবি ভাঙচুর করার ঘটনায় আজ রবিবার বিকাল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে।

গতকাল শনিবার জেলার আদিতমারী উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা আওয়ামী লীগের আলোচনা সভা ও এই সমাবেশ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির জামাতদের সাথে নিয়ে সাবেক বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও প্রয়াত বিএনপি নেতার পুত্র রফিকুল ইসলাম দলীয় কার্যালয় হামলা ও ভাংচুর করে।

এসময় দলীয় কার্যালয়ে রক্ষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরমুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সুরুজের( জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক) ছবি ছবি ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে নেওয়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//