Print Date & Time : 12 May 2025 Monday 9:51 pm

প্রধানমন্ত্রীর রূপগঞ্জ সফর উপলক্ষে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপগঞ্জ সফর উপলক্ষে গত সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে তাঁর বাসভবনে এ মতবিনিময় সভা করেছেন।

সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারি ১৬,২০২৩//