বর্তমান সরকারের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষার জন্য উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ কুষ্টিয়ার শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন।
গতকাল কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকায় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের নানান উন্নয়নচিত্র তুলে ধরেন এবং সুধীজনদের সাথে নৌকার পক্ষে জনসংযোগ ও মতবিনিময় করেন ডা. রতন।
তিনি বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় বর্তমান সরকারের আমলে সমগ্র দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি দেশের কোনো নিদিষ্ট অঞ্চলের কথা চিন্তা না করে সমগ্র দেশের সকল সেক্টরের উন্নয়ন করেছেন। কিন্তু বিগত দিনে যারা দেশের সরকার প্রধান ছিলেন তারা শুধু নিজ নিজ অঞ্চলের উন্নয়ন করেছেন।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুর সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১ নংওয়ার্ডের কাউন্সিলর মো: নাঈমুল ইসলাম, ট্রাক ও ট্রাঙ্কলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মো: মোস্তাক আহমেদ বাবু, মো: তারেক, মো: কাজল, মো: ইউনুস প্রমূখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২৩//

Discussion about this post