Print Date & Time : 21 August 2025 Thursday 10:59 pm

প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি: সাফওয়ান সোবহান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল স্মার্ট বাংলাদেশ’আদর্শবাণীকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান।

গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের (টিএসএল) পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় টগি সার্ভিসেস লিমিটেডের কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকারসহ টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সাফওয়ান সোবহান বলেন, বিশ্বে ডিজিটাল রেভল্যুশন বা প্রযুক্তি বিপ্লব চলছে। এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে আমাদের দ্রুত এগিয়ে যাবার সময়। তাই মানসিক দক্ষতা ও ডিজিটাল পদ্ধতিকে প্রাধান্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, ‘দেশের প্রযুক্তির বিকাশে আধুনিক নানা প্রযুক্তির সমাহার ঘটিয়ে শুরু থেকে টগি সার্ভিসেস দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আগামী দিনের প্রবৃদ্ধি আরও গতিশীল করতে আমরা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, আমাদের পরিকল্পনা, টিমওয়ার্ক ও সবার সহযোগিতায় টগি সার্ভিসেস আগামী দিনে আরও দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে’।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার বলেন, ‘বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে টগিকে ধন্যবাদ জানাচ্ছি। পাঁচ বছরের পথচলায় বাংলাদেশ কম্পিউটার সমিতি সব সময় টগির পাশে ছিল, আগামীতেও থাকবে। ডিজিটাল বাংলাদেশের সাথেও সব সময় টগি ছিল, বসুন্ধরা গ্রুপ ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, সেখানে টগি সার্ভিসেস ও বসুন্ধরা গ্রুপ বড় ভূমিকা রাখবে বলে আমরা ধারণা করছি। আমরা আশা করি, বসুন্ধরা গ্রুপ আইটি পণ্যকে মেইড ইন বাংলাদেশে রূপান্তর করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে’।

অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের হেড অফ অপারেশন উজ্জ্বল মোল্লা বলেন, ‘ডিজিটাল রেভল্যুশন বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জ আছে, যা অতিক্রম করে আমরা এই পর্যন্ত সফলতা অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও দুর্দান্ত সব চমক উপহার দিবো, ইনশাআল্লাহ’।

টগি সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান যা ব্যবহারকারীর কম্পিউটিং এবং প্রিন্টিং সলিউশন, ব্যবসায়িক অ্যাপ্লিকেশন এবং উদীয়মান প্রযুক্তি, আধুনিক কর্মক্ষেত্র, নিরাপত্তা ও অবকাঠামো সমাধান, ক্লাউড, আইএসপি এবং আইটি একাডেমি থেকে শুরু করে এন্টারপ্রাইজ সিস্টেম এবং সমাধানের বৈচিত্র্যময় পণ্য এবং পরিসেবা বাজারজাত করে আসছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//