গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পটুয়াখালী নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ।
সোমবার ২৩ জুন বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন।
সুন্নাহ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী’র ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে, বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।
উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষকদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই। এ জন্য সকলের দোয়া কামনা করছি।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার (শিক্ষা), বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, কলাপাড়ায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবা সুন্নাহ শাপলা কাব অ্যাওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন।