Print Date & Time : 23 April 2025 Wednesday 1:23 pm

কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে নিয়োগ বানিজ্য

প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শুভরাজ আলী ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই নিয়োগ বাণিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে। সকল নিয়োগ প্রকাশ্যে হওয়ার কথা থাকলেও ম্যানেজিং কমিটির সদস্য, চাকরি প্রার্থী ও স্থানীয়রা কেউই কিছু জানেন না বলে অভিযোগ করেছেন।

তারা বলছেন নিয়মানুযায়ী নিয়োগ দিতে হলে ম্যানেজিং কমিটির সভা ডাকতে হয়। কয়জন নিয়োগ হবে তা সভায় পাস করিয়ে একটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয়। এ ছাড়া একটি বাছাই কমিটি এবং একটি নিয়োগ কমিটি গঠন করতে হয়।

এসব না করেই বিদ্যালয় কমিটির সভাপতি শুভরাজ আলী ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ কয়েকজন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন। তাদের দিয়ে কাজও করানো হচ্ছে বিদ্যালয়ে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছেন বিদ্যালয়ের সভাপতি শুভরাজ আলী ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ। তারা  নিয়োগ বানিজ্য করার জন্য গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু স্থানীয়রা জেনে গেছেন যে, পছন্দের প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের নিয়োগ দেয়ার জন্য এ গোপনীয়তা। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য গোপন না করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারি বিধিনিয়ম অনুযায়ী বৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

চাকরি প্রত্যাশী কয়েকজন বলেন, কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শুভরাজ আলী ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ কয়েকজনের কাছে থেকে কয়েক লাখ করে টাকা নিয়েছেন। টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য করছে তারা। গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কারণে গ্রামের অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারেননি। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত পত্রিকার কপি প্রধান শিক্ষকের কাছে আগ্রহী প্রার্থীরা চাইতে গেলেও তা দেওয়া হয়নি।

তারা পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহায়ক পদে চাকরি দেয়ার বিনিময়ে বিপুল অংকের টাকা নিয়েছে কয়েকজনের কাছে। তারা গোপনে  নিয়োগ দেওয়ার চক্রান্ত করছে। ইতিমধ্যে এই অনিয়মের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে এলাকায়। নিয়োগ বিজ্ঞপ্তি ও এই সংক্রান্ত কোনো বিষয় কাউকে জানানো হয়নি। ম্যানেজিং কমিটির অনেক সদস্যদের না জানিয়ে গোপনে নিয়োগ বানিজ্য করার চেষ্টা করছে। ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, সরকারি নিয়মনীতি অনুসরণ করে বৈধভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দাবিও জানান তারা।

এ বিষয়ে কথা বলার জন্য কামালপুর মাধ্যমিক  বিদ্যালয়ের সভাপতি শুভরাজ আলী ও প্রধান শিক্ষক আব্দুল মজিদকে একাধিকবার মোবাইল কল দেওয়ার পরও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

কয়েকজন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগের ব্যাপারে আমি কিছুই জানতাম না। এখন শোনা যাচ্ছে গোপনে নিয়োগ বানিজ্য করার চেষ্টা করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি। তারা পরিছন্নতা কর্মী জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়ার কথা বলে ৪-৫ মাস আগে কয়েক লাখ টাকা নিয়েছে। অফিস সহায়ক পদে মুকুল হোসেনকে  চাকরি দেওয়ার নামে তার কাছ থেকেও কয়েক লাখ টাকা নিয়েছে সভাপতি ও প্রধান শিক্ষক। মুকুল ও জাহাঙ্গীরকে মৌখিকভাবে নিয়োগ দিয়ে বিদ্যালয়ে ওই পদে কাজ করানো হয়েছে। বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকা সত্ত্বেও একজন প্রার্থীকে ক্লাস করানোর অনুমতি প্রদান করেছে প্রধান শিক্ষক ও সভাপতি। বিষয়টি স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়রা জানেন। পূনরায় বৈধভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেয়া হোক। তা না হলে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা মানববন্ধন করব।

বিদ্যালয়ের সভাপতি শুভরাজ আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। সে খলিসাকুন্ডি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নারী ও শিশু নির্যাতন আদালতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এরআগে পর্নোগ্রাফি মামলায় কুষ্টিয়া আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছিল। বর্তমানে কামালপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তিনি। নিজ এলাকায় তিনি সুদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

 চাঁদাবাজি, দখলবাজি ছাড়াও শুভরাজ মেম্বার নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। শুভরাজ মেম্বারের নির্যাতনের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। এরআগে, যারা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তাদেরই নির্যাতন করেছে এই মেম্বার।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ অক্টোবর ২০২৩