Print Date & Time : 16 April 2025 Wednesday 3:37 pm

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কোন্দলে তালাবদ্ধ প্রাথমিক বিদ্যালয়

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কোন্দল সম্প্রতি নতুন মোড় নিয়েছে।
এরই জেরে কে বা কারা বিদ্যালয়ের মূল ফটকে রাতের আঁধারে তালা লাগিয়ে দেয়। ফলে শতাধিক শিক্ষার্থী হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাছুরা খাতুনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ফলপ্রসূ কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সাম্প্রতিক এক ঘটনায় পরিস্থিতি চরমে পৌঁছে। অভিযোগ রয়েছে, ডেপুটেশন শেষে ফিরে আসার পর প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিদ্যালয়ের ফটকে তালা দেখতে পান। এরপর রাতে তিনি সহকারী শিক্ষক আশুরা খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের দ্বারা মারধরের শিকার হন বলে দাবি করেন।

অভিভাবকদের দাবি, শিক্ষকদের দ্বন্দ্বের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে সন্তানদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে ভর্তি করে দিচ্ছেন।

এক শিক্ষার্থী জানায়, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না, সারাদিন ঝগড়া-ঝাটি নিয়েই থাকেন।

অন্যদিকে সহকারী শিক্ষক আশুরা খাতুন অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। বিষয়টি একাধিকবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনায় সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। সকালে স্কুলে উপস্থিত হলেও তালা না খোলায় তাঁরা বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন অস্থিরতা দুঃখজনক। তদন্ত শেষে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।