Print Date & Time : 20 July 2025 Sunday 10:06 am

প্রফুল্লচন্দ্র সেনের ১২৫তম জন্মবার্ষিকী আজ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার দিঘ‌লিয়ার কৃ‌তিসন্তান ও পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের ১২৫ তম জন্মবা‌র্ষিকী আজ। ১৮৯৭ সালের ১০ এপ্রিল প্রফুল্লচন্দ্র সেন খুলনা’র দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোপালচন্দ্র সেন। পিতার কর্মস্থান ভারতের বিহারে তার স্কুলজীবন কেটেছে।ওঘরের আর কে মিত্র ইন্সটিটিউশন থেকে তিনি ম্যাট্রিক ও কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে ১৯১৮ সালে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন।

বাংলাদেশের খুলনা’র সেনহাটী গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি একজন ভারতীয় বাঙালী রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন।

দৈনিক দেশতথ্য//এল//