Print Date & Time : 23 April 2025 Wednesday 6:44 am

প্রবাসি আব্দুল খালিককে বিমানবন্দরে সংবর্ধনা

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ ::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুল খালিককে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলার মিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসি আব্দুল খালিক এর স্বদেশ প্রত্যাবর্তনে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য, উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুস শহীদের উদ্যোগে বুধবার (১৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, জিলু মিয়া, মুনসুর আলী, আজিজুর রহমান (জয়), সাহাব উদ্দিন, লিটন মিয়া, শেখ আমির আলী, সুন্দর আলী সালেক, মানিক মিয়া, লিলু মিয়া, সুহেল আহমেদ, রুবেল আহমদ (ছোট) ফয়জুল ইসলাম, দুলাল মিয়া, জাহির আলী, শানুর আলী, শহিদ মিয়া, তাহির আলী, জয়নাল আবেদিন, আতিকুর রহমান, শেখ ইমন।
সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা আব্দুল খালিক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই অগ্রণী ভূমিকা রাখবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//