Print Date & Time : 2 July 2025 Wednesday 5:52 am

প্রবাসীর আর্তনাদ! ইউপি সদস্য আগুন দিয়েছে তার দাম্পত্যে

গত ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মধ্যপ্রাচ্য থেকে উপজেলা প্রশাসনকে বিষয়টি অভিযোগ আকারে জানানো পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছেও একটি লিখিত অভিযোগ ও ভিডিও বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বলেছিলেন, আমি দীর্ঘ ১৪ বছর যাবৎ প্রবাস জীবন পার করছি। বাড়িতে আমার স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর ধরে আমার বন্ধু ইউপি সদস্য ইমন শীল রবিন বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি জানতে পেরেছি এবং ওদের অন্তরঙ্গাবস্থায় থাকা কিছু ছবিও পেয়েছি। ইমন আমাদের সাজানো সংসার নষ্ট করছে দিয়েছে বলে তিনি অর্তনাদ করছেন।

যদিও অভিযুক্ত ইউপি সদস্য ইমন শীল রবিন প্রবাসী রাজীব আমার খুব কাছের বন্ধু ছিল বলে দাবী করে বলেছিল, নির্বাচনে আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার বন্ধুর স্ত্রীর সাথে আমার কোন খারাপ মেলামেশা নেই। এভাবে অহেতুক আমাকে এ ধরণের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করার জন্য আমি তার (প্রবাসী) বিরুদ্ধে মানহানী মামলা করব। তবে গত তিন সপ্তাহ অতিবাহিত হলেও তিনি (ইউপি সদস্য) গতকাল বুধবার পর্যন্ত কোথাও কোন অভিযোগ বা মামলা দায়ের করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, অনলাইন মারফত রাজীব খাস্তগীর নামে এক প্রবাসীর অভিযোগ পেয়েছিলাম। অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করছি। অচিরেই ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জা//দেশতথ্য// ১২ অক্টোবর ২০২২//