Print Date & Time : 6 July 2025 Sunday 2:54 am

প্রবাসীর ওপর হামলার প্রধান আসামি কারাগারে

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ফাইজ মো. রহমানের (৬৬) ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি খায়রুল ইসলামকে (৩০)কে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

রোববার (৫ই নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রসগ্রাম গ্রামের হবিব আলীর ছেলে।

গত চলতি বছরের ৫ই আগস্ট ভোরবেলা নিজ বাসভবন প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান। এ ঘটনায় আদালতের আদেশে গত ১৭ আগস্ট বড়লেখা থানায় ৩ জনের নামে একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছেন পিবিআই মৌলভীবাজারের উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন। প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন বলেন, ‘তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট আবেদন করা হয়েছে।’

দৈনিক দেশতথ্য//এইচ//