Print Date & Time : 1 July 2025 Tuesday 10:32 pm

প্রবাসী শাহজানের বাড়িতে চলছে শোকের মাতম !

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): ওমানে দুর্ঘটনায় নিহত প্রবাসী মো.শাহজানের (৪৫) বাড়িতে চলছে শোকের মাতম।

প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

জানা যায়, হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আমির হোসেন বাড়ীর মো. নুর হোসেনের বড় ছেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী মো.শাহজান ওমানের মিসফাহ এলাকায় একটা কোম্পানিতে গাড়ির গ্যারেজে কাজ করতো। কাজ করার সময় দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ওমানের রাজধানী মাসকাটের ওথাইয়া এলাকার সরকারি কোলা হাসপাতালে নিয়ে যায়।
ওইদিন সন্ধ্যার দিকে ওখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত শাহজান মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার। পরিবারের কর্মক্ষম বড় সন্তানকে হারিয়ে সবাই এখন দিশেহারা।

এদিকে শনিবার বিকেলে মেখলে মরহুমের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। গোটা পরিবারে চলছে শোকের মাতম। গ্রামবাসীও তার এমন মৃত্যুতে শোকাহত।

নিহতের স্ত্রীর ভাই বেলালের সাথে কথা হলে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, মরহুম শাহজানের তিনটি কন্যা সন্তান রয়েছে।পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন শাহজান ভাই, কিন্তু স্বচ্ছলতার জায়গায় আজ পরিবারে আহাজারি ছাড়া কিছু নেই।’

মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদকে বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী শাহজানের মৃত্যুতে আমরা শোকাহত। তার লাশ যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসে সে জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//