সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি ছালিক মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসকারী হাজি ছালিক মিয়া এক সংক্ষিপ্ত সফরে দেশে আসলে নিজ এলাকায় তাকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ জঙ্গি নূর মিয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী হাজি ছালিক মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষানুরোগী সদস্য মোঃ ইউনুস মিয়া, খেলাফত মজলিস জগন্নাথপুর পৌরসভার সভাপতি মাওলানা সোহেল আহমদ ছুনু, বিশিষ্ট সমাজসেব মোঃ ইমদাদুল হোসেন, পৌর খেলাফত মজলিসের সাধারণ মোহাম্মদ আমিনুল হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ প্রমুখ। সংবর্ধনা সভায় যুক্তরাজ্য প্রবাসী হাজী ছালিক মিয়া বলেন, শিক্ষা- চিকিৎসা, আর্ত-মানবতার সেবায় এলাকার উন্নয়নে সহযোগিতায় সবাই এগিয়ে আসার উচিত।
দৈনিক দেশতথ্য//এইচ//