কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকা ল কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম শুক্রবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন)
জেলা আইনজীবী সমিতির বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ল কলেজের প্রভাষক এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদ এক শোক বার্তায় কুষ্টিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল সকাল দশটায় কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজর নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় সকল আইনজীবী, আইনজীবী সহকারীকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন অ্যাড. শেখ মোহাম্মদ আবু সাঈদ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//