Print Date & Time : 31 July 2025 Thursday 7:45 pm

প্রবীন সাংবাদিক শীলব্রত বড়ুয়া আর নেই

প্রবীন সাংবাদিক ,জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদকশীলব্রত বড়ুয়া আর নেই।

৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সংবাদ ও ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রামের রাজউজানের পাহাড়তলীর গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত শীলব্রত বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক দেশতথ্য//এইচ/