বিদেশে নেওয়ার প্রলোভনে একনারীকে অন্তঃস্বত্তা করার মামলায় খোকন গাজী নামের এক প্রতারককে আটক করেছে র্যাব। সে পাইকগাছার নোয়াই গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
র্যাব জানিয়েছে, নলিয়ারচক এলাকা থেকে মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিদেশ পাঠানোর কথা বলে খুলনার বটিয়াঘাটায় ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন পাইকগাছার প্রতারক খোকন গাজী। এরপর চলতি বছরের জানুয়ারিতে পাসপোর্ট তৈরির কথা বলে ওই নারীকে বসুরাবাদ গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ও বিয়ে করার আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ওই ঘটনায় ভুক্তভোগী ওই অন্তঃস্বত্তা নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে র্যাব।
প্রতারক খোকন গাজীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে র্যাবের সহযোগিতায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে একটি মামলা করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//০৬ এপ্রিল ২০২২//

Discussion about this post