রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।নারায়নগঞ্জের প্রানকেন্দ্র ২নং রেল গেট সংলগ্ন ঐতিহ্যবাহী আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের নীচতলায় ২০১৯সালে তৈরি হয়েছে সম্পুর্ন ডিজিটাল সাউন্ড সিস্টেমে সিনেমা থিয়েটার, বাংলা ছবির পাশাপাশি হিন্দী ও ইংরেজি ছবি প্রদর্শনীতে ব্যাপক সুনাম কুড়িয়েছে সিনেস্কোপ নারায়ণগঞ্জ।
সিনেস্কোপ এর নির্বাহী পরিচালক রবি বলেন, আমাদের এখানে প্রতিদিন চারটা করে শো হয়। মুক্তির প্রথম দিন থেকে ঢাকার সিনেপ্লেক্সে এর সবগুলো শাখায় দাপটের সঙ্গে চলছে ‘পরাণ। দর্শকদের সাড়া পেয়ে ‘ভালো ব্যবসা করছে’ রায়হান রাফী পরিচালিত শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান অভিনীত এ ছবি।
এছাড়া আমাদের সিনেস্কোপ নারায়ণগঞ্জেও পরাণ দেখতে ভীর করছে সিনেমা প্রেমীগন, গত শুক্রবারের টিকিট অনলাইনে বুকড হয়ে যাওয়ায় অনেককে ফিরিয়ে দিতে হয়েছে, এবং আগামী শনি ও রবিবার পর্যন্ত কোন টিকিট পাওয়া যাবেনা বলে তিনি জানান। এই প্রথম মুক্তির আগেই এত টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। সিনেস্কোপের জন্য এটা একটা রেকর্ড বলতে পারেন ।
সিনেস্কোপ পেজ থেকে জানা যায়, ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমাটি, দর্শক চাহিদায় প্রথম দিনের সকল শো এর টিকেট অনলাইনে বুকিং হয়ে গেছে। বাড়ছে দর্শক চাহিদা।
নারায়নগঞ্জে অশ্লীলতা ও মাদক কারবারীদের খপ্পরে নারায়নগঞ্জের অনেক গুলো হল বন্ধ হয়ে যায়, আরও কিছু হল থাকলেও সেখানে মান সম্মত পরিবেশ না থাকায় নারায়নগঞ্জের মানুষ সিনেস্কোপ নারায়ণগঞ্জকে এখন প্রধান সিনেমা হল উল্লেখ করেছেন।
সিনেস্কোপ এর মেম্বার দিপা জানান যে, নারায়নগঞ্জের কোন সিনেমা হলে গিয়ে বসে দেখার মতো কোন পরিবেশ নেই, স্ব-পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে সিনেস্কোপ নারায়ণগঞ্জে আমরা একসাথে সিনেমা দেখতে পারি, ২০১৯সালে সিনেস্কোপ হওয়ার পর আমাদের সিনেমা দেখতে আর ঢাকা নির্ভরশীল হতে হয়নি, আমরা অনেক আনন্দিত।
আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//

Discussion about this post