Print Date & Time : 23 August 2025 Saturday 10:31 am

প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরোও তিনজন গ্রেফতার

প্রশ্নপত্র ফাঁসের মামলায় কুড়িগ্রামে আরোও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ‍কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া।

দুই শিক্ষককে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় পরে রাতে মামলার আসামী করা হয়। এদিকে রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীবসহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার নামিয় আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতাক রয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এপর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।এই ঘটনার সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। 

 এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//