ফজলুল হক, কালিয়াকৈর:
গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেট স্কুলের যাতাকলে ক্ষত-বিক্ষত হচ্ছে ঐতিহ্যবাহী কলেজ মাঠ। দীর্ঘদিন ধরে মাঠে নির্মাণ সামগ্রী রাখা ও নতুন করে মাঠে রাস্তা নির্মাণের পায়তারায় ফুসে উঠছেন শিক্ষার্থী ও যুবকসহ গ্রামবাসী। এদিকে নষ্ট মাঠে ঝুঁকি নিয়ে শিশুরা খেলাধুলা করলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যুবকদের খেলাধুলা। আর এ অলস সময়ে তারা মাদকসহ বিভিন্ন অপরাধের দিকে ঝুঁকবে বলে সচেতন মহলের লোকজন।
এলাকাবাসী ও স্কুল-কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় ঐতিহ্যবাহী মাঠ হচ্ছে বড়ইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ মাঠ। এ মাঠেই ফুটবল টুর্নামেন্টে চমকপদ খেলা প্রদর্শনের কারণেই প্রথমে ক্লাব ফুটবলে পরে জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়েছিলেন রজনীকান্ত বর্মণ। কিন্তু ওই মাঠের গা ঘেষে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনেকটাই নিয়ম বহিঃভূতভাবে গড়ে উঠেছে প্রফেসর মোহাম্মদ ইমারাত হোসেইন আরিফ সেকেন্ডারি স্কুল নামে প্রাইভেট স্কুল। ওই প্রাইভেট স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজের স্পোর্টসসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এ কলেজ মাঠে। এছাড়াও এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আশপাশের বিভিন্ন গ্রামের যুবকরা ওই মাঠে মৌসুম ব্যাপী ফুটবল, ক্রিকেট, বলিবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা করে। কিন্তু ওই প্রাইভেট স্কুলের যাতাকলে ক্ষত বিক্ষত হচ্ছে ঐতিহ্যবাহী কলেজ মাঠটি। সম্প্রতি কলেজ মাঠের ওপর দিয়ে প্রাইভেট স্কুলের রাস্তা নির্মাণের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ লক্ষ্যে মাঠের ভেতরে ফেলে রাখা হয়েছে কয়েক ট্রাক ইট। এছাড়াও ওই প্রাইভেট স্কুলের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে একটি মসজিদ। সেই মসজিদের রড, বালু, ইটসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা হয়েছে কলেজ মাঠে। এতে মাঠটি নষ্ট হয়ে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে শিশুরা মাঠে খেলাধুলা করলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যুবকদের খেলাধুলা। আর খেলাধুলা বঞ্চিত হয়ে অলস সময় কাটাচ্ছেন শিক্ষার্থী ও যুবকরা। এভাবে অলস সময় পার করলে ধীরে ধীরে তারা মাদকসহ বিভিন্ন অপরাধের দিকে ঝুঁকে পড়বে। এদিকে প্রাইভেট স্কুলের যাতাকলে কলেজ মাঠের এমন দুরাবস্থায় ফুসে উঠছেন গ্রামবাসী। তাদের অভিযোগ, আশপাশের গুটি কজন অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে মাঠ ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছে ওই প্রাইভেট স্কুল কর্তৃপক্ষ। গ্রামবাসীর দাবী, কোনো অবস্থায় মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে না। তবে মাঠ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষার্থী, যুবকসহ গ্রামবাসী।
নির্মাণসামগ্রী রাখায় মাঠ নষ্ট হচ্ছে স্বীকার করে ওই প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক শামীম মিয়া জানান, মাঠ তো সবারই দরকার। মাঠ দিয়ে রাস্তা আমরা নিচ্ছি না। স্থানীয় চেয়ারম্যান মাঠে ইট ফেলেছে। এটা তাদের বিষয়।
বড়ইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন খান জানান, ওই প্রাইভেট স্কুলের জন্য নাকি ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা করতেছে। খবর পেয়ে আমাদের কলেজ মাঠ দিয়ে রাস্তা না করার জন্য বলা হয়েছে। তবে নির্মাণসামগ্রী রাখায় মাঠটি নষ্ট হয়ে এখন খেলাধুলার অনুপযোগী।
এব্যাপারে স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু জানান, ওই স্কুলের অভিমুখে রাস্তা নেওয়ার জন্য ইটগুলো নেওয়া হয়েছে। কিন্তু মাঠের ওই অংশের রেকর্ডীয় মালিকরা বাধা দেওয়ায় আপাদত কাজ বন্ধ আছে।
ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ইতিমধ্যে কলেজের অধ্যক্ষকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। তারপরও নিয়মের বাইরে রাস্তার কাজ করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post