Print Date & Time : 21 August 2025 Thursday 11:09 am

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই এই শ্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে কুষ্টিয়ার মিরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মিরপুর কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন আয়োজনে বুধবার (২০আগস্ট) বেলা ১১টার দিকে মিরপুর প্রেস ক্লাবের সামনে দেড়ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক মো. রহিদুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ মজিবুল হক প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু সবার জন্য শিক্ষা কার্যক্রমের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়উপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি জুলাই বিপ্লবের বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তারা আরও বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়ে যদি কোনো শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর কোনো মানসিক চাপ বা বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তবে, তার সকল দায় দায়িত্ব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা সরকারকেই বহন করতে হবে।
পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেনের প্রায় চারশতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।