মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা ও জিয়ারত করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন এবং সহসভাপতি দেওয়ান আজাদুর রহমান আজাদের নের্তৃত্বে নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত এবং তার সমাধিস্থলে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. মঞ্জুর কাদের ও সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন জানান, গত ২৮ জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত মির্জাপুর উপজেলার শিক্ষক ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের নিয়ে পদ্মা সেতু পরিদর্শনসহ মুন্সিগঞ্জ, মাওয়া, জাজিরা, ফরিদপুর, ভাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জসহ বেশ কিছু গুরুত্বপুর্ন স্থাপনা পরিদর্শন করেছেন। পরে সদস্যদের নিয়ে জাতির জনকের সমাধিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত করেছেন।
দৈনিক দেশতথ্য//এল//