রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনে লড়তে প্রার্থিতা ফিরে পাওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী গোলাম রাব্বানী।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে তিনি ফোনে জানান বিষয়টি নিশ্চিত করেন।
গত ৪ ডিসেম্বর হলফনামা যাচাই-বাছাই শেষে রাব্বানীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করেন। রাব্বানী বলেন, এলাকার সবার মুখে আমার নাম। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
আগামীকাল (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ হবে। এই আসন থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল,এনপিপির নুরুন্নেসা,তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।
দৈনিক দেশতথ্য//এইচ//