আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন।
রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আপিল শুনানি শুরু হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফিরোজ আল মামুন বলেন, আমার এলাকাবাসীসহ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য। আমার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য”এর আগে ১% সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ ডিসেম্বর ২০২৩

Discussion about this post