নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি (হিরণ বাজার) এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধষর্ণের এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ধর্ষিতা নিজেই বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণী ও বাদির কাছে থেকে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর, রাত প্রায় ১ টার সময় উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামে প্রেমিক মোস্তাক আহমেদ (বর্তমান স্বামী) এর সাথে দেখা করতে যায়। ওই গভীর রাতে বিবাদী বাজার থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ধর্ষিতাকে একা নির্জনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জানতে চায় সে এতো রাতে এখানে কেন। এমন প্রশ্নের জবাবে সে ভীত হয়ে তার প্রেমিকার সাথে দেখা করতে এসেছে বলে জানালে বিবাদী তার প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বললে, সে ভয়ে প্রেমিককে ফোন করে এবং কি প্রেমিক তাদের কাছে ঘটনাস্থলে চলে আসলে আসামি মোস্তাক আহমেদ (বর্তমান স্বামী) কে বেঁধে ফেলে তাকে ধর্ষণ করে।
এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মিমাংসার চেষ্টা করে। কিন্তু বিবাদী আপোষের কথা শুনে পুনরায় আবার মেয়েটিকে ধর্ষণের জন্য তার স্বামীকে হুমকি দিলে ১০ সেপ্টেম্বর ধর্ষিতা শারমিন নিজেই বাদি হয়ে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে ।
মামলা নং-৬/৯৪ । আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়ি (হিরণ বাজার) এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৩) ও একই এলাকার আয়নাল এর ছেলে রুবেল (২৩) উভয় আসামিকেই মধুপুর থানা পুলিশ গ্রেফতার করেছে ।
এ সংক্রান্তে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আসামীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Discussion about this post