গাংনী (মেহেরপুর)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হোগলডাঙ্গা গ্রামের আবু সিদ্দিকের মেয়ে বহুল আলোচিত রুনা আক্তারের নামে মামলা করেছে তার প্রেমিক মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো: কাউছারের ছেলে ব্যাংক কর্মচারী মো: সুমন রেজা।
ভুক্তভোগী সুুমন রেজা বলেন, রুনা আক্তারের সাথে সম্প্রতি সম্পর্ক গড়ে ওঠে । সম্পর্কের শুরু থেকেই সে নানা অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো । পরে যখন আমি জানতে পারলাম প্রেমের ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া রুনা আক্তারদের ব্যাবসা। তখন আমি রুনা আক্তারের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেলে তারা আমার নামে বিভিন্ন অপবাদ সহ আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি দিতে থাকে। সবসময় মুঠোফোনে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন কথা বার্তা বলে । তাদের ফোন রিসিভ করতে গিয়ে আমার চাকরি করা মুসকিল হয়ে গেছে।অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আদালতে -৮/২/২০২২ তারিখে ১০৭ ধারায় মামলা করেছি। মামালার আসামির হলেন ১/ মোঃ আবু সিদ্দিক, পিতা-মৃত সব্বত আলী ২/মোঃ মুহাবুল ইসলাম, পিতা-মৃত সব্বত আলী ৩/মোঃ সাত্তার আলী, পিতা-মৃত রইছদ্দিন ৪/মোছাঃ শাহেদা খাতুন, জং-আবু সিদ্দিক ৫/ মোছাঃ রুনা আক্তার, পিতা-আবু সিদ্দিক উভয় সাং-হোগলডাঙ্গা, ৮নং ওয়ার্ড, পোস্ট-বিষ্ণুপুর থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা।
রুনা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post