অবশেষে প্রেমিকার সঙ্গে আর দেখা করা হলোনা প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশে আসা প্রেমিক যুবক প্রেমাকান্তর। প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং প্রেমিকার পরিবারের সঙ্গে কথা বলতে শুক্রবার (৫ আগস্ট) দুপুরে বরগুনার তালতলীতে আসে ভারতীয় এই যুবক প্রেমকান্ত। তবে কথিত প্রেমিকা এবং তার পরিবারের কারও সাথে দেখা করতে না পেরে আক্ষেপ নিয়েই তালতলী ত্যাগ করেছেন তিনি।
জানা যায়, গত ২৪ জুলাই প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশে আসেন যুবক প্রেমকান্ত। এরপর কথিত প্রেমিকার দেয়া তথ্যমতে বরিশালে আসেন তিনি। এসে তিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করেন। তবে তার প্রেমিকার আরেক প্রেমিক তাকে আটক করে মারধর করেন এবং টাকা নিয়ে যান। এরপর তিনি এয়ারপোর্ট থানায় বিষয়টি জানালে সেখানে তাকে আটকে রেখে পাঠিয়ে দেয়—এমনটাই দাবি ভারতীয় ওই যুবকের।
এরপর তিনি গতকাল বৃহস্পতিবার বরগুনা আসেন। বরগুনায় রাত্রিযাপন করার পরে আজ শুক্রবার দুপুরে কথিত প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে তালতলী আসেন। তিনি তালতলীতে জেলা পরিষদের ডাকবাংলোয় এসে ওঠেন। পরে সে তার কথিত প্রেমিকার বাড়িতে গিয়ে দেখতে পান ঘর তালাবদ্ধ, বাসায় কেউ নেই৷ সেখান থেকে তিনি পুনরায় ডাকবাংলোয় ফিরে আসলে সেখানে তাকে দেখতে উৎসুক মানুষের ভীড় জমে।
তবে ক্যামেরা দেখলেই তিনি মুখ লুকান আড়ালে। ছবি-ভিডিও না নেওয়ার জন্য অনুরোধ জানান। এমনকি কোন গণমাধ্যমের সঙ্গেও কথা বলেত জারি নন তিনি। তাই সেকারনে ওই ভারতীয় যুবকের সাক্ষাৎকার পাওয়া যায়নি।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, ভারতীয় ওই নাগরিক তালতলীতে জেলা পরিষদের ডাকবাংলোয় এসে ওঠেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার সঙ্গে কথা বলেন৷ এরপর তিনি দেশে ফেরার কথা বলে তালতলী ত্যাগ করেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে প্রেমকান্তর প্রেম হয় বরগুনার তালতলী উপজেলার এক কলেজছাত্রীর। তিন বছর প্রেমের সম্পর্কের পর সরাসরি দেখা করতে গত ২৪ জুলাই বাংলাদেশে আসে ভারতের তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত।
এরপর প্রেমিকার নির্দেশনা অনুযায়ী বরিশালে আসেন তিনি। ভারতীয় ওই নাগরিকের দাবি- বরিশালে তার প্রেমিকার সঙ্গে দেখা হয়। এর একপর্যায়ে প্রেমিকার আরেক প্রেমিক দ্বারা তিনি মারধরের শিকার হন। পরে প্রেমিকার সঙ্গে শেষবারের মত দেখা করতে বরগুনার তালতলীতে আসেন ওই যুবক। সেখানেও প্রেমিকার দেখা না পেয়ে আক্ষেপ নিয়েই তালতলী ত্যাগ করেন তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post