Print Date & Time : 10 May 2025 Saturday 9:17 pm

প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইউপি সদস্য

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার কৃষ্ণনগরে পরকিয়ার প্রেমের জেরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইউপি সদস্য অমিতেষ ওরফে মিলন বালা। ৪ বছর পরকিয়া প্রেমের
জেরে বিয়ের দাবিতে বুধবার (২৯ জুন) এক সন্তানের জননী প্রেমিকা সুধা মন্ডল
ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করে। অবশেষে বৃহস্পতিবার (৩০ জুন) মধ্যরাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের
বাসিন্দা অমিতেষ ওরফে মিলন বালা। এক কন্যা (১১) সন্তানের জনক। তিনি রঘুনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য। একই গ্রামের কৃষ্ণপদ মন্ডলের এক সন্তানের জননী সুধা মন্ডলের সাথে অমিতোষ পরকিয়ায় জড়িয়ে পড়ে।সুধা মন্ডল এ পরিস্থিতিতে মিলন বালাকে বিয়ের চাপ দিতে থাকলে মিলন বালা নানা টালবাহানা শুরু করে। যার প্রেক্ষিতে বুধবার
বিকেলে সুধা মন্ডল বিয়ের দাবিতে প্রেমিক মিলন মন্ডলের বাড়ি এসে অবস্থান নেন।

এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য আরতি মহাজন জানান, মিলনের স্ত্রী দীর্ঘদিন এখানে থাকেন না। গতকাল বৃহস্পতিবার সুধাকে মিলন বাড়িতে আসতে বলেছে বলে তিনি শুনেছেন। তাদের সম্পর্কের জের ধরে শান্তিপূর্ণভাবে রাতে বিয়ে দেয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//